আপনি কখনও কিছু চেষ্টা না করে কাউকে কিভাবে আত্মবিশ্বাসের সাথে কোনো কাজে গাইড করবেন? আপনি যদি ১০ বার ওই কাজে ব্যর্থ হন, তাহলে আপনি অন্তত আত্মবিশ্বাসের সাথে ১০টি পথে যেতে বারণ করতে পারবেন!
কোনো কাজে দশবার ফেল করার পরেও কেউ কেউ কনফিডেন্ট, কারণ সে জানে কোন দশটি পথে গেলে ফেল করার সম্ভাবনা ১০০%!
জীবনে বহুবার ১০ বারের বেশি সুযোগ পাওয়া যায়। ধরুন আপনি প্রেসেন্টেশনে ভালো না। তারপরেও, আপনাকে আপনার বসের সামনে প্রতি মাসে একটি প্রেসেন্টেশন করতে হয়। এগুলোতে কি আপনার আগের ভুলগুলো সমাধান করার সুযোগ পাচ্ছেন না?
কেউ আপনাকে বলবে না, এই নাও তোমার প্রথম চান্স, এই নাও তোমার দ্বিতীয় চান্স, আপনাকেই চান্সগুলো খুঁজে বের করতে হবে!
কখন হাল ছেড়ে দেবেন? ধরুন আপনাকে সাঁতার কাটা শিখতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, তাহলে তো হাল ছেড়ে দিলে চলবে না। নিজে নিজে অনেক বার ট্রাই করেছেন, হচ্ছে না। তাহলে কোচের ব্যবস্থা করুন। তা না হলে, অন্য সাঁতারুকে দেখে শিখুন। পড়াশুনা, ক্যারিয়ার, সবখানে একই লজিক কাজ করে।
কাছিম আর খরগোশের পোস্টে (https://bit.ly/3BgEQFN) বলেছিলাম, কাজে ফেল করলে হতাশ হবার কিছু নাই। যদি অসম্ভব কোনো টার্গেট না হয়, তাহলে একটু সময় নিয়ে নিজের ভুলগুলো ধরতে হবে।
আমি সারা জীবন ট্রাই করলেও, উসাইন বোল্টকে হারাতে পারবো না, কিংবা বিল গেটসের মতো ধনী হতে পারবো না। কিন্তু ট্রাই করলে ১০০ কিলোমিটার কেন, দিনে ২৫০ কিলোমিটার সাইকেল চালাতে পারবো।
টার্গেট আর সামর্থ্য বুঝে কাজ করতে হবে।
এই ক্ষুদ্র পোস্টটি এর পূর্বে ফেইসবুক পেজে প্রকাশিত হয়েছিল https://bit.ly/3pxCTST