কিভাবে আর কোন পথে টাকা বিনিয়োগ করবেন? How to invest your money?

শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই financial education এর অভাবে লোকে ভুল সিদ্ধান্ত নিয়ে সর্বস্বান্ত হারায়। উন্নত বিশ্বে আসলে এই বিষয়টা বেশি বোঝা যায়। অথচ এই বিষয়টি আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয় না, এই বিষয় নিয়ে বাবা মা, মুরুব্বিরা কথা বলে না যে তাদের কাছে থেকে ছোটরা শিখবে! Desperately Seeking – Dhaka (DSD) গ্রুপের মডারেটর হবার সুবাদে প্রায়ই এমন প্রশ্নের দেখা মেলে। আমার কাছে দুই লাখ টাকা আছে। কোথায় বিনিয়োগ করবো?

প্রত্যেকের অর্থনৈতিক আর পারিবারিক অবস্থা একেক রকম। আমার জন্য যেটা ঠিক বিনিয়োগ, আপনার জন্য সেটা ঠিক নাও হতে পারে, তাই ঢালাওভাবে একই বিনিয়োগ উপায় যে কাজ আসবে, সেটা ভুল ধারণা।

হাতে টাকা আসলো আর ধপ করে কোথাও ইনভেস্ট করে ফেললেন – এটাতে লাভের চেয়ে লোকসানের সম্ভাবনা বেশি থাকে। আমার মতে (এতো দিনে যা শিখেছি) বিনিয়োগের পাঁচটি ধাপ আছে।

প্রথম ধাপ Emergency Fund (EF)

কমপক্ষে তিন থেকে ছয় মাসের জীবনধারণের টাকা আলাদা করে রাখুন। কোনো অবস্থাতে ওই টাকায় হাত দেবেন না।

দ্বিতীয় ধাপ Skills Development (SD)

নিজের স্কিল বাড়ান। টাকা আজ আছে, কাল নাই। কিন্তু আপনার স্কিল থাকলে, সেটা ব্যবহার করে আবার টাকা ফেরত পাবেন।

তৃতীয় ধাপ Liquid Asset (LA)

ইংরেজিতে যাকে বলে Liquid Asset, যেমন শেয়ার, bonds, গোল্ড বার (গয়না না), এইসবে বিনিয়োগ করতে পারেন। বিপদে পড়লে এগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে টাকা ফেরত পাওয়া যায়।

চতুর্থ ধাপ Illiquid Asset (IA) / Long-term Investment (LI)

এবার এই দুইটি পথে টাকা বিনিয়োগ করতে পারেন। আমি আগের একটা ভিডিওতে বলেছি কেন বাড়ি একটা ভালো বিনোয়োগ না। তেমনি একটা মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট না হলে সস্তায় বাড়ি কিংবা জমি কিনে লাভের চেয়ে লোকসান হতে পারে। তেমনি, যে ব্যবসা জানেন, কিংবা যে বিষয়ে স্কিল অর্জন করেছেন, সেই ব্যবসায়ে টাকা ইনভেস্ট করবেন। অন্যের কথায় আর ভুয়া প্রতিশ্রুতিতে কান দেবেন না।

পঞ্চম ধাপ Create A Legacy (CL)

নিয়মিত দান করা অবশ্যই ভালো কাজ, কিন্তু যখন দেখবেন আপনার কাজে যথেষ্ট অর্থ আছে, তখন একটা ছোট বিদ্যালয়, দাতব্য চিকিৎসাকেন্দ্র, গরিব ছাত্রছাত্রীদের পড়া লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করে, এই দুনিয়ায় নিজের একটা নিশানা রেখে যান।

এই বিষয়ে কি কেউ আপনার কোনো ভিডিও দেখতে আগ্রহী? বেশ কিছুদিন ধরে বিষয়টি মাথায় ঘোরপাক খাচ্ছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posts You Might Like